Aced School
ACED School

ভর্তি সংক্রান্ত সাধারণ তথ্যাবলী

ভর্তির বয়সসীমা

শিক্ষা স্তরশ্রেণিবয়স
প্রাক প্রাথমিকনার্সারি
কেজি
৪ বছর +
৫ বছর +
প্রাথমিকপ্রথম
দ্বিতীয়
তৃতীয়
চতুর্থ
পঞ্চম
৬ বছর +
৭ বছর +
৮ বছর +
৯ বছর +
১০ বছর +
মাধ্যমিকষষ্ঠ
সপ্তম
অষ্টম
নবম
১১ বছর +
১২ বছর +
১৩ বছর +
১৪ বছর +

ভর্তির নিয়মাবলী

  1. ২০০ (দুইশত) টাকা প্রদান করে অফিস হতে নির্ধারিত আবেদনপত্র সংগ্রহ করতে হবে এবং তা যথাযথভাবে পূরণ করে ২ (দুই) কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি সহ জমা দিতে হবে।
  2. প্রার্থীর জন্ম নিবন্ধন সার্টিফিকেট আবেদনপত্রের সাথে জমা করতে হবে।
  3. নার্সারি ও কেজি শ্রেণি ব্যতিত অন্যান্য শ্রেণিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে ছাত্র-ছাত্রী ভর্তি করা হয়।
  4. নার্সারি ও কেজি শ্রেণিতে শুধুমাত্র মৌখিক পরীক্ষার মাধ্যমে আগে আসলে আগে ভর্তির মাধ্যমে আসন পূরণ করা হয়।
  5. ভর্তির জন্য প্রার্থীর পূর্ববর্তী প্রতিষ্ঠানের ছাড়পত্র ও প্রগ্রেসিভ রিপোর্ট প্রয়োজন হতে পারে।

 

ভর্তি পরীক্ষা

  1. প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষার মাধ্যমে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে।
  2. প্রতি বছরের নভেম্বর ও ডিসেম্বর মাসে ব্যানার ফেস্টুন ও লিফলেট এর মাধ্যমে ভর্তি পরীক্ষার তারিখ ও নিয়মাবলী প্রচার করা হয় এবং ভর্তি ফরম বিক্রয়ের সময় পরীক্ষার প্রবেশ পত্র প্রদান করা হয়।
  3. প্রাথী যে বিষয়ে ভর্তি হতে ইচ্ছুক তার পূর্ববর্তী শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ের উপর পরীক্ষা গ্রহণ করা হবে।
  4. ভর্তি পরীক্ষার নম্বর বন্টনঃ বাংলা-২০, ইংরেজি-৩০, গণিত-৩০, মোট= ৮০, সময়ঃ ২ ঘন্টা।