Principal

অধ্যক্ষের বাণী

জাতির উন্নতির মাপকাঠি হল শিক্ষা। যে জাতি শিক্ষায় যত উন্নত সে জাতি তত সভ্য। সেই প্রাচীন কাল থেকে যুগে যুগে বিভিন্ন মনীষীরা শিক্ষার উপর অপরিসীম গুরুত্ব দিয়ে আসছেন। শিক্ষা অর্জন করতে হয় আর সে জন্য চাই একটি অনন্য সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান। এই উদ্দেশ্যকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয় অ্যাসেড স্কুল। অ্যাসেড স্কুলের মূল লক্ষ্য হলো শিক্ষার সাথে সাথে অন্যান্য মানবিক গুণাবলীসহ তৈরি হবে প্রকৃত মানুষ। যে হবে আলোর দিশারী। অন্ধকারকে দূরীভূত করে জ্ঞানের মশালকে প্রজ্জ্বলিত করবে। অ্যাসেড স্কুলের শিক্ষার্থীরা জ্ঞানের আলোকবর্তিকা জ্বালিয়ে সমাজ থেকে দূর করবে অজ্ঞতা, নিরক্ষরতা ও কুসংস্কার এই প্রত্যাশাই আমি করছি।