ভর্তি বাতিল ও ছাড়পত্র:
কোন অভিভাবক বিশেষ প্রয়োজনে শিক্ষার্থির ভর্তি বাতিল করে ছাড়পত্র নিতে চাইলে প্রতিষ্ঠানের সমুদয় পাওনা পরিশোধ করে ছাড়পত্র নিতে পারবেন। ছাড়পত্র ফি বাবদ ৩০০ (তিনশত) টাকা প্রদান করতে হবে।
প্রত্যয়ন পত্র:
কোন ছাত্র-ছাত্রীর বিশেষ কারনে বিদ্যালয় হতে প্রত্যয়নপত্র নেয়ার প্রয়োজন হলে ২০০ (দুইশত) টাকা প্রত্যয়নপত্র ফি প্রদান করতে হবে।
অবশ্য পালনীয় কতিপয় আচরণবিধি:
অভিভাবকগণ ডায়েরী দেখে ছাত্র-ছাত্রীদের দৈনন্দিন কার্যক্রমের বিষয়ে নিশ্চিত হবেন এবং প্রয়োজনে শিক্ষার্থীর যে কোন সমস্যা নিয়ে সংশ্লিষ্ট শ্রেণি শিক্ষক/প্রিন্সিপালের সাথে যোগাযোগ করবেন। তবে শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে কোন অভিভাবক কর্মরত শিক্ষক/শিক্ষিকার সাথে আলোচনা করতে পারবেন না। প্রয়োজনে প্রিন্সিপাল/শ্রেণি শিক্ষকের সাথে আলোচনা করার জন্য অফিস-এর মাধ্যমে যোগাযোগ করবেন। শিক্ষার্থী সম্পর্কে যে কোন বিষয়ে আলোচনার জন্য স্কুল থেকে আমন্ত্রণপত্র পাওয়ার পর নির্ধারিত দিনে ও সময়ে অভিভাবকগণ অবশ্যই প্রিন্সিপাল/শ্রেণি শিক্ষকের সাথে যোগাযোগ করবেন।
Copyright © 2023 Aced School. All Rights Reserved.